জামালপুর

তথ্য বিভ্রাট রোধে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাতে হবে- জেলা প্রশাসক হাছিনা বেগম

বিজ্ঞপ্তি: অবাধ তথ্য প্রবাহকে উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম। “রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহন নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্য নিয়ে  ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ জামালপুরে উদ্যাপিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে তিনি এই কথা বলেন। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর-এর যৌথ আয়োজনে দিবস উদ্যাপন উপলক্ষ্যে জেলার ফৌজদারী মোড়ে মানববন্ধন ও মানববন্ধন শেষে জেলা প্রশাসন অভিমূখে এক বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম আরো বলেন, তথ্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং তথ্য বিভ্রাট রোধে মানুষের কাছে সঠিক তথ্য পৌছাতে হবে। বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের যে সুযোগ রয়েছে তার সঠিক ব্যবহার করতে হবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সনাক জামালপুরের সভাপতি শামীমা খান বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ সাল থেকে কার্যকর থাকলেও এটির সুফল এখনো সাধারণ জনগণের নিকট পৌছায় নাই। জনগনের কোন ধরণের তথ্য প্রাপ্তির অধিকার রয়েছে এবং কোনটি নেই এই বিষয়ে আরো সচেতন করতে হবে। তিনি বলেন এই আইন সম্পর্কে জনগনকের অবহিত করার জন্য জামালপুরে সনাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য সকল সরকারি দপ্তরে ওয়েব পোর্টাল হালনাগাদের জন্য নির্দেশনা প্রদান করা হবে। সকল দপ্তরের তথ্য ওয়েব পোর্টালে যথাযথভাবে থাকলে জনগনের সেবা পেতে সুবিধা হবে। তথ্যের উন্মুক্ততা থাকলে বিভিন্নরকম হয়রানিও কমে যাবে। সভায় আরো বক্তব্য প্রদান করেন, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: রোকোনুল ইসলাম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এড. ইউসুফ আলী, সাংবাদিক ফজলে ইলাহী মাকামসহ প্রমূখ।

এর আগে জামালপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন তথ্য অধিকার আইন বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন। দিবস উপলক্ষ্যে ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ বিষয়ে উপস্থাপনা করেন টিআইবি এরিয়া কো-অডিনেটর মো: আরিফ হোসেন। ওয়েব পোর্টাল পর্যবেক্ষণে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়। (১) ওয়েব পোর্টালগুলোর শতভাগ হালনাগাদ তথ্য নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওয়েব পোর্টাল শতভাগ হালনাগাদের সময়সীমা নির্ধারনসহ একটি চিঠি প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ করা যেতে পারে। (২) তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা’ এর নাম, পদবি, ফোন ও ইমেইল ওয়েব পোর্টালের হোমপেজে নিয়মিত হালনাগাদ রাখার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা। (৩) পরিবর্তনযোগ্য তথ্যগুলো নিয়মিত হালনাগাদ রাখতে মাসে একাধিকবার ওয়েব পোর্টাল ভিজিট করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নির্দেশনা প্রদান করা। (৪) আংশিক তথ্যের পরিবর্তে প্রয়োজনীয় সকল তথ্য বিস্তারিতভাবে হালনাগাদ রাখা (যেমন: প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীর নাম ও পদবীর সাথে তাদের মোবাইল নম্বর ও ইমেইল যুক্ত করা)। (৫) ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা’র ব্যাক্তিগত ইমেইলের পরিবর্তে প্রাতিষ্ঠানিক ইমেইল এড্রেস (যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য সুনির্দিষ্ট) ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করা। (৬) প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিশেষ তথ্যসমূহ ওয়েব পোর্টালে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করা।

(৭) যেসকল প্রতিষ্ঠানের বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের পোর্টাল ছাড়া স্বতন্ত্র ওয়েব সাইট রয়েছে তাদেরকে উক্ত স্বতন্ত্র ওয়েব সাইটটির লিঙ্ক বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে বিদ্যমান নিজস্ব পোর্টালের হোম পেজে যুক্ত করা। (৮) জনগুরুত্বপূর্ণ যেসব প্রতিষ্ঠানের স্বতন্ত্র ওয়েব এড্রেস নেই (যেমন: ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল) তাদের স্বতন্ত্র ওয়েব এড্রেস প্রস্তত করার জন্য নির্দেশনা প্রদান করা ও সেটি তথ্য বাতায়নের সাথে যুক্ত করা  (৯) প্রতিষ্ঠানে যোগাযোগের তথ্য প্রদানের ক্ষেত্রে ফোন/মোবাইল নাম্বার ও ইমেইলের পাশাপাশি গুগল ম্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানের অবস্থান সুনির্দিষ্ট করা। (১০) ওয়েব পোর্টালকে জনগণের জন্য কার্যকর করতে জনসম্প্রচার বৃদ্ধি করা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ছাড়াও জামালপুর সনাক এর সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক সার্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদ্যাপনের অংশ হিসেবে আলোচনা সভা ছাড়াও সনাক জামালপুর জাতীয় তথ্য বাতায়নে জামালপুর জেলার ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ এবং দিবসের তাৎপর্য সর্বস্তরে পৌছে দেয়ার জন্য  বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সেবাগ্রহীতাদের নিকট ধারণাপত্র বিতরণের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *