জামালপুরে র্যাবের হাতে ট্রেনের টিকেটসহ ৪ কালোবাজারি আটক
নিজস্ব প্রতিবেদক: এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জানিয়েছে, তারা জামালপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে আটক করেছেন চার ট্রেন টিকেট কালোবাজারিকে। সোমবার (৩০ জানুয়ারি) রাতে রেলস্টেশন সংলগ্ন এলাকার মো. সেলিমের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে পরে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে রেলস্টেশন সংলগ্ন এলাকার মো. সেলিমের চায়ের দোকানে কালোবাজারিরা অবৈধভাবে টিকিট কেনাবেচা করছেন, এমন সংবাদের ভিত্তেতে র্যাবের একটি অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩৩টি টিকিটসহ চারজনকে আটক করে। উদ্ধারকৃত টিকিটের মূল্য ৮ হাজার ৭৭৮ টাকা। এ ছাড়াও আটককৃতদের কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল সেট (সিমসহ) উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, সাহাপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৩৫), মৃত আজিজুল হকের ছেলে মো. জামাল (৩৬), মৃত ননী মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (৪৩) এবং আরব আলীর ছেলে মো. লিটন (৪০)।