নিজস্ব প্রতিবেদক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে ৩ সেপ্টেম্বর, বুধবার বিকালে উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই আনন্দ শোভাযাত্রা বেরহয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ-সভাপতি আইনজীবী মোকাম্মেল হক, মোতালেব সরকার, আব্দুল হামিদ ও গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সভাপতি আইনজীবী আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আশিকুর রহমান তুলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল , বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেন।
আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষপ্তি সমাবেশে বক্তারা বলেন, মেজর জিয়াউর রহমান বীর উত্তম ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছেন। আবার তিনি ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করে বাংলাদেশ ও জনগণকে মুক্তি দিয়েছেন। বিএনপি জনগণের দল। বিএনপি মানেই মানুষের আশা ভরসার প্রতীক। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তাই আগামী বছরের ফেব্রুয়ারিতে যে নিবার্চন হবে সেই নির্বাচনে বিএনপিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। সকল নেতা-কর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে বিএনপিকে জয়ী করতে হবে।
এ সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।