মেলান্দহে বন্যার পানিতে গোসলে নেমে একসাথে ৪ জনের মৃত্যু
মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর গ্রামে বন্যার পানিতে গোসল করতে নেমে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকালের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এই ঘটনায় মৃত্যুবরণ করা চারজন হলেন ওই এলাকার মো. দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১০), গোলাপ আলীর মেয়ে খাদিজা (১০) ও বাবুল মিয়ার স্ত্রী রোকশানা আক্তার (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির পাশেই বন্যার পানিতে গোসল করতে নামেন পাঁচজন। গোসল করার সময় হঠাৎ দিশা ও সাদিয়া পানিতে নিখোঁজ হয়ে যান। পরে তাদের উদ্ধার করতে গিয়ে গৃহবধূ রোকসানা ও খোদেজাও ডুবে যান। পরে তাদের সাথে থাকা রিমার চিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই রোকসানা ও খোদেজা মারা যান। পরে দিশা ও সাদিয়াকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, বন্যার পানিতে একসঙ্গে চার শিশু ও একজন গৃহবধূ গোসল করতে যান। গোসলের একপর্যায়ে শিশু খাদিজা ও সাদিয়া পানিতে থাকা একটি গর্তে ডুবে যাচ্ছিল। এ সময় দিশা ও রোকশানা তাদের বাঁচাতে যান। পরে তাঁরা চারজনই ওই গর্তে ডুবে মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।