জামালপুরে পানিতে ডুবে আরো ৩ জনের প্রাণহানি
সোমবার (১৫ জুলাই) পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন আরো তিনজন। এর আগে মেলান্দহে একই ঘটনায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে জামালপুর সদর উপজেলার শেহড়াতলী ও ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা নলকুড়ি গ্রামে।
সোমবার (১৫ জুলাই) বিকেলে সোমবার বিকেলে সদর উপজেলার শেহড়াতলী গ্রামে বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলার সময় ফুটবলটি পাশের ডোবায় গিয়ে পড়ে। এসময় দ্বীপ্ত (৯) ডোবা থেকে বলটি আনতে গিয়ে তলিয়ে যান। পরিবারের লোকজন সেখান থেকে দীপ্তকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হসপিটালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে দুপুরে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা নলকুড়ি গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে উমর আলীর মেয়ে উর্মি (৮) ও চান মিয়ার মেয়ে তাসফিহিম (৯) পুকুরের পানিতে ডুবে মারা যান। পরে পরিবারের লোকজন দুজনের মরদেহ উদ্ধার করেন। এসব ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।