জামালপুরে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর রেলওয়ে থানাধীন পিয়ারপুর রেলস্টেশন প্লাটফর্ম থেকে এক অজ্ঞাত বয়োবৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।

৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় দীর্ঘদিন বসবাসকারী ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মৃত নারী রোগা-শোকার্ত ও অসুস্থ অবস্থায় স্টেশনে ভাসমান জীবন যাপন করছিলেন। অসুস্থজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পিবিআই কর্তৃক আঙুলের ছাপ সংগ্রহের পরও মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অনুমানিক বয়স প্রায় ৬৫ বছর।

জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পাশাপাশি জেলার সকল থানায় পরিচয় শনাক্তকরণের জন্য বার্তা পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ