মেলান্দহে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
নিজস্ব প্রতিবেদক: গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভবসুর মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল হক (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন সুমন মিয়া নামে আরেকজন স্কুলশিক্ষক।
জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে দেওয়ানগঞ্জ ফেরার পথে ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দূর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেছেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
Please follow and like us: