ইতিহাস ঐতিহ্যে জামালপুরবকশীগঞ্জসবিশেষ

জহুরুল হক মুন্সী বীরপ্রতীক (বার) এর ইন্তেকাল: এক অকুতোভয় বীরের প্রস্থান

অসংখ্য মুক্তিযোদ্ধার বীরত্বগাঁথার গল্পে সমৃদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ। কিন্তু মুক্তিযুদ্ধে জহুরুল হক মুন্সীর ভূমিকা এতটাই অনন্য যে, একটি অভিধায় তাকে ব্যাখা করা সম্ভবই হয় না। মুক্তিযুদ্ধে দুইবার বীরপ্রতিক খেতাব পাওয়া দেশের একমাত্র বীর তিনি! রণাঙ্গনে তিনি যেমন ছিলেন একজন প্রচন্ড সাহসী যোদ্ধা সেই সাথে শত্রুদের তথ্য সংগ্রহে নিয়েছেন বহুরুপী ভূমিকা। প্রাণ বাজি রেখে লড়েছেন নানা আঙ্গিকে। কখনো ছদ্মবেশে শত্রুর ডেরায়, কখনো অস্ত্র হাতে সম্মুখ সমরে, কখনো দূত হয়ে শত্রুর ঘাটিতে গেছেন জীবন বাজি রেখে। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে জহুরুল হক মুন্সী অনন্য তার বহুমুখি ভূমিকায়। যুদ্ধের ইতিহাসে অকুতোভয় এই বীর ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ফিরে গেছেন স্রষ্টার কাছে। শেরপুরের শ্রীবরদী পৌর শহরের খামারিয়া পাড়ায় জহুরুল হক মুন্সীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জানাজার পর এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।  তার ইন্তেকালে জামালপুর বার্তা পরিবার শোকাহত।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *