মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ৭
মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকায় জহুরুল হক (৫৮) নামে এক সাবেক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ নিহত জহুরুল ইসলাম (৫৮) ওই এলাকার মৃত আশরাফ প্রামাণিকের ছেলে। তিনি জোড়খালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। নিহত জহুরুল ইসলাম ফুলজোড় বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির দিকে ফেরার সময় আতামামারী গ্রাম এলাকায় আক্রমনের শিকার হন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার জানিয়েছেন, নিহত জহুরুল ইসলামের সঙ্গে প্রতিপক্ষদের পূর্বশত্রুতা ছিলো। তাদের একটি মামলা চলছিল দীর্ঘদিন ধরে। এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ জনকে আটক করে থানায় আনা হয়েছে।