জামালপুর সদর

জামালপুরে আবুল কালাম আজাদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

মামলা সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনের সময়ে গত ৩ আগস্ট জামালপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র-জনতা একটি মিছিল বের করেন। মিছিলটি মির্জা আজম চত্বর হয়ে নতুন হাইস্কুল মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগসহ তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তাদের ওপর হামলা করেন। এ সময় শর্টগান ও পিস্তল দিয়ে ছাত্রদের ওপর গুলিও করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের কয়েকজন আহত হন এবং আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন—জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও  জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, বেলটিয়া এলাকার বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সফিকুল ইসলাম, পাথালিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে রেজুয়ান রাজন, মেলান্দহ উপজেলার চরশুকনা গ্রামের মোকলেছুর রহমান, একই এলাকার মুকলেছুর রহমানের ছেলে সাইফুল্লা ইসলাম  ও পাথালিয়া এলাকার সাকিবুল আহসান। এ ছাড়াও এই মামলায় অজ্ঞাত আরও কয়েকশত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *