বকশীগঞ্জ

কামালপুরে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে আগুন- অগ্নিসংযোগের অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান লাকপতির ব্যক্তিগত কার্যালয় আগুনে পুড়ে গেছে। তবে মশিউর রহমানের দাবি, গভীর রাতে কেবা কারা আগুন লাগিয়ে দিয়েছিল সেখানে। এর পেছনে রাজনৈতিক কারণ আছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার কামালপুর মৃধাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আগুনে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কেউ যদি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে তা খুঁজে বের করা হবে।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি অনিয়ম, দুর্নীতি, দুস্থদের ভিজিডির চাল আত্মসাৎ, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে  মশিউর রহমান লাখপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল ১২ ইউপি সদস্য। গ্রাম পুলিশকে পিটিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়ার অভিযোগেও আলোচিত হয়েছিলেন এই চেয়ারম্যান। এছাড়াও বকশীগঞ্জ উপজেলা বিএনপি-যুবদল কার্যালয়ে হামলা, ভাংচুর, ককটেল নিক্ষেপ, নেতাকর্মীদের নির্যাতন, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ২ অক্টোবর বকশীগঞ্জ থানায় দায়ের হওয়া মামলায়ও আছে তার নাম।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *