দেওয়ানগঞ্জে শহীদি মার্চ
মো: বায়েজিদ, দেওয়ানগঞ্জ: স্বৈরাচার পতনের একমাস পূর্তিতে দেওয়ানগঞ্জে ছাত্র-জনতার উদ্যেগে অনুষ্ঠিত হয়েছে শহীদি মার্চ। শনিবার (৫ সেপ্টেম্বর ) সকালে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার মাঠ থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় কার্যালয় সন্মুখে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে ছাত্র আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সোহেল রানা, আব্দুল মোহিত সহ অনেকে। এছাড়াও এতে ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ হাসান, নিশাদ হাসান, মোছাঃ মেঘলা খাতুন ও শাহ নাসরুল্লাহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় বৈষম্য্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বক্তব্যে বলেন, শহীদি মার্চ কর্মসূচিতে আমরা বলতে চাই দেশে কোন প্রকার নৈরাজ্য চলবে না। যারা অন্যায় ও নৈরাজ্য করার চেষ্টা করবে আমরা তাদের প্রতিহত করব।
Please follow and like us: