নাদিম হত্যা মামলার চার্জশিট আদালতে: বাবু পুত্র সহ বাদ ১৩ আসামি
নিজস্ব সংবাদদাতা: সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনের নামে আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। তবে বাদ দেওয়া হয়েছে মামলার এজাহারে থাকা ২ নম্বর আসামি চেয়ারম্যানের ছেলে রিফাতসহ ১৩ জনকে। গত ২৭ আগস্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলী আদালতে সিআইডি চার্জশিট দাখিল করে। ঘটনার ১৫ মাস পর মামলার অভিযোপত্র দেওয়া হলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে।
এই হত্যাকান্ডের ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি প্রথমে বকশীগঞ্জ থানার ওসি তদন্ত করলেও পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়। শেষমেশ মামলার তদন্ত চলে যায় সিআইডির কাছে।
অন্যদিকে এই চার্জশিট প্রত্যাখ্যান করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন সাংবাদিক নাদিমের পরিবার।