গুড়ের কারখানায় যাচ্ছে চিনিকলের আখ
চলতি মৌসুমে ৪১ দিন আখমাড়াই শেষে বন্ধ হয়ে গেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগার মিল। মাড়াই বন্ধ হলেও চুক্তিবদ্ধ সব চাষি চিনিকলে আখ সরবরাহ করেননি। তাঁরা চিনিকলের বদলে স্থানীয় গুড় তৈরির কারখানায় আখ সরবরাহ করছেন। মিল কর্তৃপক্ষ বলছে, আখসংকটের কারণে নির্ধারিত সময়ের আগেই মিলটি বন্ধ করা হয়েছে। চাষিরা বলছেন, চিনিকলের চেয়ে গুড় তৈরির কারখানায় আখ বিক্রি করলে তাঁদের লাভ হয় বেশি। এ ছাড়া অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় বলে তাঁরা চিনিকলে আখ বিক্রিতে আগ্রহী নন। বিস্তারিত পড়ুন প্রথম আলোয়…
জামালপুর বিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোকে পাঠকের হাতের নাগালে আনার প্রয়াসে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে জামালপুর বিষয়ক সংবাদগুলোকে জামালপুর বার্তায় সংযুক্ত করে সংশ্লিষ্ট ওয়েবে রেফার করা হয়। এসময় সংশ্লিষ্ট ওয়েবের ক্রেডিট ও সংশ্লিষ্ট রিপোর্টের মূল লিংক হাইপারলিংক করা হয়ে থাকে। এই রিপোর্টগুলোর সাথে জামালপুর বার্তার কোন সংশ্লিষ্টতা নেই।