আল জাজিরা: আয়মান, দক্ষিণ লেবাননের একজন বাস্তুচ্যুত বাসিন্দা, চলমান ইসরায়েলি আক্রমণের প্রেক্ষাপটে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।
“লেবাননের ভবিষ্যৎ আল্লাহর হাতে। কিছুই পরিষ্কার নয়। আমাদের দেখো, আমরা রাস্তায় ঘুমাচ্ছি। এটাই এখন আমাদের জীবন, আর আমরা সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি,” তিনি বলেন।
বৈরুতের বাসিন্দা ফ্রাঁসোয়া আজোরি বলেন, লেবাননের মানুষ তাদের দেশ ছেড়ে যাবে না, যা ফিলিস্তিনিদের বার্তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
“তোমরা আমাদের ধ্বংস করতে পারবে না, তোমরা যতই বোমা মারো, যতই মানুষকে বাস্তুচ্যুত করো – আমরা এখানেই থাকবো। আমরা দেশ ছাড়বো না। এটাই আমাদের দেশ এবং আমরা এখানেই থাকবো। তোমরা যা ইচ্ছে তাই করতে পারো।”