জামালপুরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু
সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চৌরাস্তা এলাকায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই সাদ্দাম হোসেন ও এরশাদ হোসেনের সমবয়সী মেয়ে শুকরিয়া ও আতিয়া দুপুরে বাড়ির পাশের একটি ফসলের মাঠে খেলতে যায়। এবং কোন এক সময় সেখানে থাকা একটি ডোবায় গোসলে নামে। গোসলের কোন এক সময় তারা পানিতে ডুবে যায়৷ দুপুরের দিকে শিশু দুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।