দেওয়ানগঞ্জে ইয়াবা,গাজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
মো: বায়েজিদ, দেওয়ানগঞ্জ: জামালপুর ডিবি-২ এর অভিযানে ৪১০ পিস ইয়াবা ও গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা যায়, ২০ জানুয়ারি শনিবার বেলা ১টার দিকে দেওয়ানগঞ্জ থানাধীন সীমান্তবর্তী এলাকা পার রামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা থেকে দুই মাদক ব্যবসায়ী মোঃ মুসলিম উদ্দিন (৫৫), ও মোঃ আব্দুল মান্নান ওরফে মান্না (৪৫)কে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
একই দিনে দেওয়ানগঞ্জ থানাধীন পোল্লাকান্দী আদর্শগ্রাম থেকে রাত ৯ টার দিকে মোঃ শাহিনুর ইসলাম (৩৫) নামক আরেকজনকে গাজা ও দশ পিস ইয়াবাসহ আটক করা ডিবি। এ প্রসঙ্গে ওসি ডিবি সোহেল রানা জানান, তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: