জামালপুর

শুদ্ধাচার কৌশলের কার্যকর বাস্তবায়নের প্রতিশ্রুতি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার

বিজ্ঞপ্তি:  শুদ্ধাচার কৌশলের কার্যকর বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জিয়াউল হক। সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর এর উদ্যোগে ১০ সেপ্টেম্বর ২০২৪ শিক্ষা সেবার মান উন্নয়নে এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যাক্ত করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় তিনি বলেন, বিভিন্ন কারণে শুদ্ধাচার কৌশলের কার্যকর যথাযথ বাস্তবায়ন ব্যহত হলেও চলমান বছরের বাকী সময়ের জন্য একটি কৌশলপত্র বাস্তবায়ন করে এর ধারাবাহিকতা রক্ষার উদ্যোগ নেয়া হবে।

টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহসভাপতি পারভীন তরফদার। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা সনাক-এর ধারাবাহিক কার্যক্রমের অংশ। সনাকের চলমান প্রকল্প প্যাকটা বাস্তবায়নে শিক্ষা সেবার মান উন্নয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি উপজেলা শিক্ষা অফিসের চলমান সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সভায় নতুন এসিজি গঠন, ঝড়ে যাওয়া শিক্ষার্থী রোধে উদ্যোগ গ্রহণ, শিক্ষকদের হোম ভিজিট বৃদ্ধি, বিদ্যালয়ের পাঠদান, এসএমসি ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানে টিআইবি কর্তৃক প্রকাশিত বর্ণমালায় নীতিকথা বইয়ের যথাযথ ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন জামালপুর সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক কায়েদ-উয-জামান, সদস্য মনোয়ারা খানম ও সাজ্জাত হুসেন এবং উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ।

জামালপুর সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক কায়েদ-উয-জামান বলেন, সনাক এর বিভিন্ন কার্যক্রমের ফলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে ও স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *