এবার ফাঁস প্রিয়তমা!
সুড়ঙ্গ সিনেমার পর এবার ফাঁস হয়েছে প্রিয়তমা সিনেমা। সাকিব খান ও ইধিকা পাল অভিনীত এই সিনেমা এখন বিভিন্ন অনলাইন ডাউনলোডিং ওয়েবসাইটে হলপ্রিন্ট ভিডিও দেখা যাচ্ছে। সিনেমা হলগুলোতে এখনও চলছে প্রিয়তমা তবে হঠাৎ অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় তা সিনেমার আয়ে প্রভাব ফেলবে মনে করছেন অনেকে।