পাটচাষে সুদিন ফিরছে জামালপুরে
দেশের যে কয়েকটি জেলায় পাঠ চাষ হয়, এর মধ্যে জামালপুরের খ্যাতি বেশ পুরোনো। ১৯০১ সালে জেলাটিতে একটি পাট ক্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছিল। মাঝের ছন্দপতনের পর পাটের চাহিদা বেড়েছে, বাড়ছে পাটের দাম। এতে ‘সোনালি আঁশ’-এর আবাদ নিয়ে আশাবাদী হয়ে উঠছেন কৃষকেরা। প্রথম আলোয় বিস্তারিত পড়তে ক্লিক করুন।