জামালপুরে দুর্নীতি প্রতিরোধে শত নাগরিকের শপথ
বিজ্ঞপ্তি: জামালপুরে দুর্নীতি প্রতিরোধে শপথ নিলেন তরুণ শিক্ষার্থী-শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিকসহ শতাধিক নাগরিক। ১৩ নভেম্বর ২০২৪ (বুধবার) জামালপুর গান্ধী আশ্রমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর-এর আয়োজনে “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় ও করণীয়” শীর্ষক সমন্বয় সভায় তাঁরা এ শপথ নেন। সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটিভিত্তিক একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর প্রায় দেড়শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
সনাক সভাপতি শামিমা খান-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহসভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন। টিআইবি প্রধান কার্যালয়ের সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান মূল আলোচ্য বিষয়, কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে তুলে ধরেন। এতে সনাক এর পক্ষ থেকে সনাক সদস্য অধ্যাপক কায়েদ-উয-জামান, অজয় কুমার পাল, মুহাম্মদ সাজ্জাত হুসেন, মনোয়ারা খানম, মেহেদী মাহমুদ খান শুভ্র, ইয়েসের পক্ষ থেকে দলনেতা মো: জাকারিয়া ও সহ-দলনেতা রিফাত জান্নাত রিমি ও সাকিফ ভূইয়া, এসিজি সদস্য হামিদুল হক সীমান্ত, ছানোয়ার হোসেন, মো: আকাশ মিয়া, বৃষ্টি, মুন্নি খাতুন, মোরসালিনা, আশরাফ আহমেদ, নূরে আলম ও খাইরুল ইসলামসহ মোট ২৪ জন অভিজ্ঞতা বিনিময়, সফলতা এবং করণীয় সর্ম্পকে মতামত প্রদান করেন।
সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে শুন্যপদের কারণে কিছু বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি, অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা, বিদ্যালয়ের পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলো সময়মতো খোলা ও বন্ধ করা, ডাক্তার ও স্টাফের ঘাটতি, চাহিদার তুলনার কম ঔষুধ সরবরাহ, কর্তৃপক্ষের অসহযোগিতা ইত্যাদি। এছাড়াও হালনাগাদ তথ্য বোর্ড স্থাপন, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
এর আগে, সনাক কার্যক্রমের অর্জন, চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায় তুলে ধরেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. আরিফ হোসেন। আলোচনা শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক সহসভাপতি পারভীন তরফদার। সভায় আরো উপস্থিত ছিলেন টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: আরিফুল ইসলাম। আলোচনায় অংশ নিয়ে বক্তারা ওরিয়েন্টেশন প্রদানের জন্য টিআইবিকে ধন্যবাদ জানান ও স্থানীয় পর্যায়ে দুনীতিবিরোধী আন্দোলন বাস্তবায়নে সনাক-ইয়েস-এসিজি একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।