যাত্রীবান্ধব বাস সেবার দাবীতে জামালপুরে সনাক-ইয়েস-এর মানববন্ধন
বিজ্ঞপ্তি: জামালপুর হতে ঢাকা ও ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় সিটিং সার্ভিস বাসের ব্যবস্থাসহ ষোল দফা দাবিতে শহরের দয়াময়ী মোড়ে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস)-এর উদ্যোগে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়। ইয়েস দলনেতা মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে মানববন্ধনে সনাক জামালপুরের সভাপতি শামীমা খান বলেন, বিভিন্ন ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি ও অনিয়ম রোধে জামালপুরে সনাক অনেকদিন যাবৎ কাজ করছে এবং বিভিন্ন সময় এর কিছু সুফলও পাওয়া গিয়েছে। তিনি আশাপ্রকাশ করেন, মানববন্ধনের মাধ্যমে উত্থাপিত দাবিসমূহের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক হবে এবং দাবি সংশ্লিষ্ট বিষয়সমূহ বাস্তবায়নের জন্য দ্রæততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, জামালপুরের ২৬ লাখ মানুষ আর কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বিষফোড়া এখানকার বাস সার্ভিস। টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রে এটি বড় বাধা। গণপরিবহন সেবা বিশেষ করে বাস সেবা মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর দখলে রয়েছে। এর থেকে বের হয়ে আসতে হবে। জামালপুরে বাস এবং রেল সেবার ক্ষেত্রে এখন যে অব্যস্থাপনা রয়েছে তা প্রতিরোধ করতে হবে এবং এ বিষয়ে সবাইকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।
সনাক সহসভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহসভাপতি সাজ্জাত আনসারী, কনজুমার এসোসিয়েশন জামালপুরের সভাপতি অধ্যাপক মাসুম আলম খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. ইউসুফ আলী, ব্র্যাক জেলা প্রতিনিধি আহমদ ফারুক, সাংবাদিক এম. এ. জলিল, ফজলে ইলাহী মাকাম, মেহেদী মাহমুদ খান প্রমূখ।
মানববন্ধনের শুরুতে সনাক সদস্য শর্মী চৌধুরী স্বাগত বক্তব্যের মাধ্যমে মাননবন্ধনের উদ্দেশ্য তুলে ধরেন ও ইয়েস সদস্য আবৃতি আমিন ইভা বাস সেবার মান বৃদ্ধি ও অনিয়ম রোধে ষোল দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১. জামালপুর হতে ঢাকা ও ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় সিটিং সার্ভিস বাসের ব্যবস্থা করতে হবে;
২. জামালপুর হতে বিভিন্ন উপজেলায় সিটিং সার্ভিস বাসের ব্যবস্থা করতে হবে;
৩. রেলের উপর চাপ কমাতে জামালপুর থেকে ঢাকা রুটে এসি বাস সার্ভিস চালু করতে হবে;
৪. টাঙ্গাইল বাস টার্মিনাল ও ময়মনসিংহ বাস টার্মিনালকে আরো কার্যকরভাবে ব্যাবহার করতে হবে;
৫. জামালপুর শহরের ভেতরে সকল বাসস্ট্যান্ড সরিয়ে ফেলতে হবে;
৬. জামালপুরে ইজঞঈ বাসের ডিপো তৈরি করতে হবে এবং ইজঞঈ বাস পুনরায় চালু করতে হবে;
৭. বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন বাস সার্ভিসের সেবা জামালপুরে উন্মুক্ত করতে হবে;
৮. সকল প্রকার দূরপাল্লার বাসের ফিটনেস ও মান নিশ্চত করতে হবে;
৯. রাস্তাঘাটে চলমান সকল ফিটনেসবিহীন গাড়ি অপসাররণ করতে হবে;
১০. বাস চালনার সকল স্তরে দক্ষ ও লাইসেন্সধারী অনুমোদিত চালক দ্বারা বাস চলাচল নিশ্চিত করতে হবে;
১১. কাউন্টার বিহীন যত্র-তত্র যাত্রী তোলা বন্ধ করতে হবে;
১২. ঈদ বা অন্য কোন সামাজিক উৎসবকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে;
১৩. বাস টার্মিনালে ও প্রতিটি গাড়িতে ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখতে হবে;
১৪. বাসের মধ্যে যাত্রিদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে;
১৫. সার্বিকভাবে গণপরিবহন খাতে বিভিন্ন ধরণের দুর্ভোগ, অনিয়ম ও হয়রানি বন্ধ করতে হবে;
১৬. সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি মহলে বিশেষ গুরুত্ব দিয়ে জামালপুর জেলার পরিবহন ব্যাবস্থার সার্বিক উন্নয়ন করতে হবে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, আইনজীবি, এনজিও কর্মী, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ। এই সময় মানববন্ধনের দাবি সম্বলিত লিফলেট প্রায় দুই শতাধিক মানুষের মাঝে বিতরন করা হয়।