জামালপুর

পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূরুল হক জঙ্গী অসুস্থ: দোয়াকামনা

জামালপুর জেলার জ্যেষ্ঠ সাংবাদিক, জামালপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য, পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূরুল হক জঙ্গী অসুস্থ হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। পা ফোলা, বুকে ব্যথা আর প্রচন্ড জ্বর নিয়ে তিনি ভর্তি হন জামালপুর জেনারেল হাসপাতালে। কিন্তু হাসপাতালের ফ্লোরে ঠাঁই হয় তার।

মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম তার এমন অবস্থা নিয়ে ফেসবুক পোস্টে জানান, “জামালপুর জেনারেল হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে নিদারুণ কষ্ট-যন্ত্রণায় পড়ে আছে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূরুল হক জঙ্গী। অনাদর, অবহেলার করুনচিত্র দেখে সত্যিই আবেগ আপ্লুত হলাম। আমি জানার পর ছুটে আসি হাসপাতালে দুপুর ২:৫০ এ। ইউরিন ও রক্ত পরীক্ষার ব্যবস্থা করি। আগামী শনিবার আল্ট্রাসনোসহ অন্যান্য পরীক্ষা করা হবে। ডাক্তারদের সাথে কথা বলি তার চিকিৎসা ও বিছানার ব্যপারে। আশা করছি সহকর্মী সাংবাদিক বন্ধুরা জঙ্গী ভাইয়ের জন্য দোয়া ও সহানুভূতি প্রদর্শন করবেন। আল্লাহ তাকে হেফাজত করুন।”

তার এমন অবস্থা জানতে পেরে তার পাশে দাঁড়ায় জামালপুর প্রেসক্লাব ও জামালপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ। মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম পরবর্তী স্টাটাসে জানান, “দিনশেষে আমরা একই পথের যাত্রী হয়ে লক্ষবিন্দুটি স্পর্শ করতে চাই। জঙ্গী দাকে নিয়ে স্ট্যাটাস দেয়ার পর থেকে সকল মতভেদ ভুলে গিয়ে সাংবাদিক বন্ধুরা অসুস্থ জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল হক জঙ্গীর শয্যাপাশে দাঁড়িয়েছে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাবেক সভাপতি আজিজুর রহমান ডল, নূরুল আলম সিদ্দিকী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য ও প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজসহ সিনিয়র, জুনিয়র সাংবাদিকরা দেখতে আসেন। ফ্লোর থেকে উঠে এসেছে মেডিসিন ওয়ার্ডের কেবিনে।বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা চলছে। এখন জঙ্গী দা ঝুঁকিমুক্ত।”

অসুস্থতার দরুণ সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *