জামালপুর

জামালপুরের ভাষাসৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষাসৈনিক, স্বাধীনতা সংগ্রামী ও চারণ কবি কয়েস উদ্দিন সরকার বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে শহরের গেইটপাড় এলাকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

কয়েস উদ্দিন তার দীর্ঘ জীবনে ব্রিটিশ খেদাও আন্দোলনও করেছেন। ছিলেন স্বভাব কবি। ভাষা আন্দোলনে তিনি গান লিখে, গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করতেন। ভাষা আন্দোলনের সময় তিনি জামালপুরে আন্দোলনে ভূমিকা রাখেন। আইয়ুববিরোধী গান রচনার জন্য কয়েস উদ্দিন জেলও খাটেন।

১৯২৪ সালে জামালপুর শহরতলীর বেলটিয়া গ্রামের কৃষক মরহুম ছইম উদ্দিন সরকারের ঘরে জন্ম গ্রহণ করেছিলেন এই ভাষা সৈনিক। অভাব অনটনের কারণে লেখাপড়ায় বেশি এগোতে না পারলেও ছোটবেলা থেকেই কাজের ফাঁকে গান লেখা, সুর করা ও গান গাওয়া পছন্দ করতেন তিনি। 

কয়েস উদ্দিন সরকার ছিলেন চিরকুমার। জীর্ণশীর্ণ ঘরে নি:সঙ্গ, অতি সাধারণ জীবনযাপনেই ছিলেন সন্তুষ্ট। সরকারি সাহায্য তিনি এড়িয়ে চলতেন। শেষ জীবনে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখে মরতে চাওয়ার তীব্র বাসনা ছিল তার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *