বকশীগঞ্জ উপজেলার ইতিহাস, ঐতিহ্য নিয়ে প্রামাণ্যচিত্র
জামালপুর জেলার সবচেয়ে ছোট উপজেলা বকশীগঞ্জ। ভারতের মেঘালয় রাজ্যের সীমানা ঘেঁষে অবস্থান এই উপজেলার। ব্রহ্মপুত্র, দশানী ও জিঞ্জিরাম নদীর অববাহিকায় আর বিস্তৃত গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই উপজলোর সাথে জড়িয়ে আছে ইতিহাসের বেশ কিছু গুরুত্বর্পূণ অধ্যায়ের স্মৃতি। ফকির সন্ন্যাসী বিদ্রোহ সহ, মুক্তিযুদ্ধের একটি বীরত্বর্পূণ অধ্যায় জড়িয়ে আছে এই উপজেলার সাথে। ১৯৩৭ সালে ব্রিটিশ শাসনামলে বকশীগঞ্জ ইউনিয়ন হিসেবে অর্ন্তভূক্ত হয়েছিল দেওয়ানগঞ্জ থানার অধীনে । যা ছিল তৎকালীন পাতিলাদহ পরগণার অধীনে।
জামালপুরের এই বকশীগঞ্জ উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও নানা তথ্য নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র। নির্মাণ করেছেন জামালপুর বার্তার সম্পাদক নয়ন আসাদ।
Please follow and like us: