এখনো সক্রিয় আওয়ামী লীগের প্রোপাগান্ডা নেটওয়ার্ক
এখনো সক্রিয় আছে আওয়ামী লীগের প্রপাগান্ডা নেটওয়ার্ক। সারাদেশে কয়েকশত প্রোপাগান্ডা ওয়েবসাইট রয়েছে এই নেটওয়ার্কের। এর মধ্যে দৈনিক জামালপুর নামে একটি ওয়েবসাইটও। এবং তাদের ফেসবুক পেজ, “সত্যাপন জামালপুর – Affirmation Jamalpur”
আজ (৬-আগস্ট) দেখা গেছে এখনো সচল আছে এই ওয়েবসাইটগুলো। করা হচ্ছে আপডেটও। যেকোন সময় দেশে গুজব ও প্রোপাগান্ডা চালাতে পারে বলে আশংকা রয়েছে। নিচে এই নেটওয়ার্কের কিছু ওয়েবসাইটের কয়েকটির তালিকা। এগুলো সচল রাখছে ইমিথমেকারস নামের একটি প্রতিষ্ঠান। যার সিইও জিকরুল আহসান শাওন।
দৈনিক জামালপুর ডট কম
দৈনিক ঠাকুরগাঁও ডট কম
দৈনিক পঞ্চগড় ডট কম
দৈনিক নেত্রকোণা ডট কম
দৈনিক ঘাগড়াছড়ি ডট কম
দৈনিক বান্দরবান ডট কম
দৈনিক গোপালগঞ্জ ডট কম
দৈনিক চাঁদপুর ডট কম
দৈনিক গাইবান্ধা ডট কম
দৈনিক বগুড়া ডট কম
দৈনিক কুড়িগ্রাম ডট কম
দৈনিক শরীয়তপুর ডট কম
দৈনিক নীলফামারি ডট কম
Please follow and like us: