জামালপুর

চাঁদসহ বিএনপি ও জামায়াতের ৭ জনের বিরুদ্ধে জামালপুরে মামলা দায়ের

রাজশাহীর পুঠিয়ার শিবপুর স্কুল মাঠে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ সাতজন ও অজ্ঞাত ৪-৫শ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও জামালপুর জেলা বিএনপির সভপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসমত পাশাসহ অর্ধশতাধিক আইনজীবী, জেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাদী পক্ষের আইনজীবী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন,‘বিএনপি কখনই এ দেশের উন্নয়ন ও ভালো চায় না। তাই তারা বার বার দেশের ক্ষতি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষতি করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন হিংস্র মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমনের বিজ্ঞ বিচারক সাবিনা ইয়াসমিন অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে পরবর্তী দুই দিবসের মধ্যে আইনানুগ ব্যবস্থা ও আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

মামলার বিষয়ে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানান, রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের মামলার আসামি করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *