হাতিভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান

doinikjamalpurbarta

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহকারী শিক্ষক আল-মামুন, সিনিয়র সহকারী শিক্ষক শাহিনা বেগম ও আবু সায়েমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী তাসমিম সিদ্দিকী মিথী, নাফিসা সাদাদ নোয়িন ও মাসুমা আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জানা গেছে, ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে এ সম্মাননা প্রদান করা হয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“আগামীতে এরকম ফলাফল অব্যাহত থাকলে আরও বৃহৎ পরিসরে সম্মাননা প্রদান করা হবে।”

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ