রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করা হয়।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫-বিজিবি) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) ইমাম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার ০৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ইজলামারী বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৬৬/৯-টি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারবান্দা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ-৩৩ বোতল আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
শনিবার ০৬ সেপ্টেম্বর রাত ০৭:০০ মিনিটে দাঁতভাংগা বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৫৬/২-এস হতে আনুমানিক ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিণধরা নামক স্থান হতে ভারতীয় কাঁকড়া ক্লিপ-৪৮ পিস, কানের দুল-৭২ জোড়া, শাড়ীর ক্লিপ-১২ পিস, কানের রিং-৭২ জোড়া, চুড়ি সিটি গোল্ড-১৬ জোড়া, রাবার ব্যান্ড-২৫০ পিস, চেইন সিটি গোল্ড-৪৩৫ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল রৌমারী কাষ্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার সকাল ০৯:৪৫ মিনিটে পাথরেরচর বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৭৭/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যের চর নামক স্থান হতে ভারতীয় গাঁজা-২.৫ কেজি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দেওয়ানগঞ্জ থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।