জামালপুরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল,ও ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল,ও ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন মঙ্গল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন,শহর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক শফিকুর রহমান শফিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ,জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ ইমরান কায়সার,মোঃ জাকির হোসেন জনি, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাসুম মোল্লা,মোঃ সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব,সাবেক যুগ্ন আহবায়ক, সৈকত সালমান সহ প্রমুক।
বক্তব্যে সোহেল রানা খান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস আজ।
ওয়ান ইলেভেনের সরকার ষড়যন্ত্রমূলকভাবে সে সময় তারেক রহমানকে গ্রেফতার করে।
দেশি-বিদেশি ষড়যন্ত্রে ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে তারেক রহমানকে কোনো অভিযোগ ছাড়াই বাসা থেকে গ্রেফতার করা হয়। দিনের পর দিন রিমান্ডে নির্যাতন ও টানা ৫৫৪ দিন কারাবাসের পর সাজানো সবক’টি মামলায় আদালত থেকে জামিন পান তারেক রহমান।
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখানেই ১৮ বছর থেকে বিএনপির মতো বৃহত্তম দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ