নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূর ও কেন্দ্রীয় নেতাদের উপর সেনাবাহিনী ও পুলিশের হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা গণঅধিকার পরিষদ।
আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় জামালপুর জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গেটপাড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এবং যান চলাচল বন্ধ করে দেন।
সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন- তারা ভেবেছিল ভিপি নূরকে মারলে লড়াই-সংগ্রাম শেষ হয়ে যাবে।
কিন্তু ভিপি নূর বেঁচে আছেন, তিনি আবার ফিরে আসবেন। অতীতেও হামলাকারীরা সফল হয়নি, এবারও সফল হবে না।
অন্যদিকে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইকবাল বলেন- ভিপি নূরের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি।
অথচ সেই ভিপি নূরকে কার্যালয়ের সামনে সেনাবাহিনী মারধর করেছে। আমরা জানি প্রশাসন ভারতের নির্দেশে এসব করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দ্রুত গ্রেফতার না করলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
গতকাল রাতে ঢাকায় ভিপি নূরের উপর হামলা চালানো হয়। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।