বকশীগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

doinikjamalpurbarta

ইমরান সরকার স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জামালপুর-১ আসনের সম্ভাব্য প্রার্থী নাজমুল হক সাঈদী এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিনের বিরুদ্ধে

জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে পৌরসভার পাখিমারা জিগাতলা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন হোসনেয়ারা বেগম, কালা মিয়া ও দুলাল মিয়া।

সংবাদ সম্মেলনে দুলাল মিয়া জানান, জিগাতলা গ্রামের ফেরদৌস মিয়ার সঙ্গে তাদের স্বত্ব দখলীয় ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে, যা এখনো বিচারাধীন। কিন্তু মামলার রায় হওয়ার আগেই শুক্রবার (২৯ আগস্ট) অভিযুক্তরা তাদের বসতভিটার ওই জমি জোরপূর্বক দখল করে নেয়। বাধা দিলে পরিবারের নারীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “জামায়াত-শিবিরের লোকজন আমাদের এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। আমরা জীবনের নিরাপত্তা ও দখল হওয়া জমি ফেরত চাই।” এসময় তিনি সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য নাজমুল হক সাঈদী মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ