জামালপুরের শ্রেষ্ঠ আইসি নির্বাচিত হলেন নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মফিজুল ইসলাম

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র ইনচার্জ (আইসি) হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মফিজুল ইসলাম।

গত মঙ্গলবার (২৫ জুলাই ২০২৫) জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সভায় জানানো হয়, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, বিভিন্ন অপরাধমূলক মামলা নিষ্পত্তি ও স্থানীয় বিরোধ সমাধানে বিশেষ ভূমিকার কারণে তিনি এই স্বীকৃতি অর্জন করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ মোঃ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)। তিনি বলেন, পুলিশের প্রকৃত দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। এই দায়িত্ব পালনে যারা এগিয়ে আসবেন ও সফল হবেন, তাদের যথাযথ সম্মাননা দেওয়া হবে।

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মফিজুল ইসলাম গত জুন মাসে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে যোগদানের পর থেকেই একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন। দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যে (জুন ও জুলাই) তিনি টানা দু’বার জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র ইনচার্জ নির্বাচিত হওয়ার বিরল সম্মান লাভ করেন।

আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর এই সাফল্য স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। জেলা পুলিশ মনে করে, তাঁর মতো কর্মঠ ও দক্ষ কর্মকর্তাদের হাত ধরে জামালপুর জেলায় অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার হবে এবং জনগণ আরও বেশি নিরাপত্তা অনুভব করবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ