হাজীপুর বাজারে দোকান ঘরে তালাবদ্ধ। জমি বেদখলের পাঁয়তারার অভিযোগ

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজারে দোকান ঘরে তালাবদ্ধ- জমি বেদখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে।

এ অভিযোগ মৃত আঃ খালেক মাষ্টারের ছেলে হারুন অর রশিদ,
হারুনের ছেলে জামিনুর রহমান খোকন, জাকিউল ইসলাম রোকন,মৃত মোসা মিয়া ছেলে সাজ্জাদ পারভেজ সজলের বিরুদ্ধে।
জানা গেছে,মৃত আঃ খালেক মাষ্টারে প্রথম স্ত্রী জছিমন বেওয়ার ছেলে মৃত আব্দুল মান্নানকে ১৯৮৮ সালে১৯ শতাংশ জমি লিখে দেন।

১৯৮৯ সালে মৃত আঃ জলিল ৯ শতাংশ জমি,১৯৯০সালে খালেদা বেওয়ার নিকট হতে ৯.৫০ শতাংশ জমি আফরোজা বেগম ক্রয় করেন।

এছাড়াও মৃত আঃ মান্নানের ছেলে মোঃ শফিকুল ইসলাম জুয়েল ২০১৩ সালে ইফতে খায়রুল হক গংদের নিকট হতে ১২ শতাংশ জমি ক্রয় করেন।

বীরগৌলা মৌজা মোট ৪৯.৫০ শতাংশ জমি প্রাপ্ত হন, শফিকুল ইসলাম জুয়েল
মৃত মমিলুল ইসলাম রিপন,আমিনুল ইসলাম টুটন, আফরোজা বেগম, তাপসী রাবেয়া।

দীর্ঘদিন যাবত শফিকুল ইসলাম জুয়েল গংরা দোকান ঘর ও বসতবাড়ী করে ভোগদখল করে আসছেন।

এমতাবস্থায় হারুন অর রশিদের নেতৃত্বে দোকান ঘর তালাবদ্ধ ও প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে শফিকুল ইসলাম জুয়েলের পরিবারকে।

এহেন অবস্থায় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম জুয়েলের পরিবার।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ