বিপুল মিয়া : জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে মেষ্টা চৌরাস্তা মোড়ে দারুল হিকমাহ নূরানী মাদ্রাসার অভিভাবক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। মাওলানা শাহীনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও মাদ্রাসার পরিচালক সারওয়ার তালুকদার। মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ সাইফদ্দীন ও পরিচালনা বক্তব্য রাখেন মেষ্টা ইউনিয়ন যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি মোখলেছুর রহমান, তাতীদলের সভাপতি ইউসুফ আলী, ছাত্রদলের সভাপতি আল আমিন, প্রভাষক মেহেদী হাসান।এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
মাদ্রাসার পরিচালক সারওয়ার তালুকদার মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা বক্তব্য রাখেন।