ইমরান সরকার স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে কামালেবাত্তী গ্রামের ফকির আলীর বিরুদ্ধে ঘরবাড়ি লুটতরাজ, ভাঙচুরের মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
০২ সেপ্টেম্বর মঙ্গলবার নিজ বাসভবনে এ সাংবাদিক সম্মেলন আয়োজন করেন ফকির আলীর ভাই ও বোন। তারা সংবাদ সম্মেলনে বলেন, ২৬ আগস্ট জমি সংক্রান্ত বিষয়ে মামলার বাদী পক্ষের লোকজন আমার ভাইয়ের উপর আক্রমণ করে এবং তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে চলে যায়। ওই তারিখে স্থানীয় লোকজনের সহযোগিতা আমার ভাইকে হাসপাতালে ভর্তি করাই এবং সে সেখানে চিকিৎসাধীন থাকে কিন্তু ২৭ আগস্ট তাদের বাড়িঘর লুটতরাজ ও ভাঙচুর মামলায় আমার ভাইকে ৩ নং আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। মামলাটির মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত কারণ যে লোক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে কিভাবে বাড়ি ঘরে লুটতরাজ ও ভাঙচুর করতে পারে। আমার ভাইকে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করার উদ্দেশ্যেই মামলাটি করেছে বাদী পক্ষ। তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের সঙ্গে আমার ভাই ফকির আলী কোনভাবেই জড়িত না কারণ সে তখনও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বাড়ীঘর লুটতরাজ ও ভাঙচুরের মামলাটি প্রত্যাহারের দাবি জানান। এ বিষয়ে তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে কথা বলতে মামলার বাদীর সঙ্গে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ না করে মুঠোফোন বন্ধ রাখেন।