মো. বিপুল হোসেন, নান্দিনা : জামালপুরে বাংলাদেশ খেলাফত মজলিস ৯নং রানাগাছা ইউনিয়ন শাখার নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার খড়খড়িয়ার ইকরা নূরানীয়া মাদ্রাসা মাঠে এই পরিচিত সভার আয়োজন করা হয়।
পরিচিতির সভায় বাংলাদেশ খেলাফত মজলিস রানাগাছা ইউনিয়ন শাখার সভাপতি মাও. দিলাওয়ার হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ আলী খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মোখলেছুর রহমান জমিরি, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ জাকির, জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মুফতী রিয়াজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান সাকি, সাধারণ সম্পাদক মুফতী আল-আমিন আজাদী।
পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখা, সদর উপজেলা শাখা এবং ৯ নং রানাগাছ ইউনিয়ন শাখার নেতা-কর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিচিতি সভার সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস রানাগাছা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতী আরাফাত হোসেন আজাদী।