জামালপুরে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ৩২ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নির্বাচিত।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৩২ জন প্রার্থী।

রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৩ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

পরবর্তীতে বিকেল ৩টা ৩০ মিনিটে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এসময় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, তারা সকলেই নিজেদের যোগ্যতার ভিত্তিতেই স্থান অর্জন করেছেন।” একই সঙ্গে তিনি অকৃতকার্য প্রার্থীদের ভবিষ্যতের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ