ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
জামালপুরে ৩ আগস্ট যুবলীগ নেতা ফারহান আহমেদের একটি ছবি ভাইরাল হয়। সময় টিভির ফটোকার্ডে বসানো ছবিতে দেখা যাচ্ছে শটগান হাতে মিছিলে দাড়িয়ে আছেন যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ। তবে ফটোকার্ডটি সময় টিভির নয় বলে নিশ্চিত করেছেন সময় টিভির জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম। তিনি ফেসবুক স্টাটাসে বলেন, “জামালপুর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনাব ফারহান আহম্মেদের এই ছবিতে সময় টেলিভিশনের লগো ব্যবহার করা হয়েছে। যা সময় টেলিভিসনের কোন নিউজ না। …”
অপরদিকে এই তথ্য নিশ্চিত করে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ ফেসবুক স্টাটাস দিয়ে লিখেছেন, “গুজব আর গুজব। গুজব থেকে সাংবাদিক মিডিয়া কেউ রক্ষা পাচ্ছেনা। সময় টিভির লগো,তারিখ দেয়া ৪ আগষ্ট অথচ আজ ৩ আগষ্ট। আমার ব্যাক্তিগত নিরাপত্তার বৈধ অস্ত্রের ছবি দিয়ে গুজব ছড়ানো হচ্ছে।”
উক্ত স্টাটাসে ছবিটি সময় টিভির ফটোকার্ড হলেও মুল ছবি ভুয়া নয় তা মূলত স্টাটাসেই স্বীকার করেছেন ফারহান আহমেদ নিজেই। সেটিকে তিনি বৈধ অস্ত্র বললেও বৈধ অস্ত্র রাজনৈতিক বিরোধীদের উপর ব্যবহারের বিষয়ে তার মতামত জানতে চাওয়ার জন্য তার সাথে যোগাযোগ করা যায়নি।