পবিত্র রমজান উপলক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের স্বাগত মিছিল
আব্দুর রহিম খান, জামালপুর (মাদারগঞ্জ) ||
রমজানের পবিত্রতা রক্ষার্থে ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌর শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকাল ৫ টার দিকে মাদারগঞ্জের বালিজুড়ী বাজার বড় মসজিদ থেকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে এ মিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌর শাখার সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পৌর আমির আতিকুর রহমান সেলিম এবং জামায়াতে ইসলামীর মাদারগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন।
বক্তব্যে জামায়াত নেতারা বলেন, রমজান মাসে স্বার্থন্বেষী কোন মহল যাতে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যে বৃদ্ধি করে রোজাদারদের কষ্ট দিতে না পারে সেদিকে সরকারকে বিশেষভাবে দৃষ্টি রাখতে বলেন। রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সরকার ও জনগণকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অশ্লীলতা বেহায়াপনা বন্ধ এবং নিত্যপণ্যের দাম সহনীয় করতে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে। এই রমজান মাসে নির্বিঘ্নে সিয়াম পালনে নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধ করতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় মাদারগঞ্জবাসীকে স্বোচ্ছার হবার আহ্বান জানান। পাশাপাশি মাদারগঞ্জের সকল সমিতির গ্রাহকগণের পাশে থাকার আশ্বাস দিয়ে বক্তব্য শেষ করেন। মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।