দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে মেয়রের অপসারণ এবং শাস্তির দাবীতে শিক্ষকদের মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ’র আপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীবৃন্দ। আজ রবিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় মানববন্ধন শুরু হয়ে ১২.৩০ শেষ হয়।

এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক আকন্দ, কাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তারুল ইসলাম, হাতিভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চান মিয়া, মাদারেরচর দাখিল মাদ্রাসার শিক্ষক হাসমত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মেহের উল্লাহকে লাঞ্ছিতের ঘটনায় দায়েরকৃত মামলায় পৌর মেয়রকে আবিলম্বে গ্রেফতার ও আপসারণের দাবি জানান। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ সহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল কার্যক্রমে অংশগ্রহন থেকে সরে আসার ঘোষণা দেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার কাছে স্মারক লিপি দেন শিক্ষকনেতারা। উল্লেখ্য, গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ’র নাম ৫ নাম্বার সিরিয়ালে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ওশারীরিক ভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ পৌর মেয়রকে আসামি করে মামলা দায়ের করেন। যদিও মেয়র বলে আসছেন তিনি মেহের উল্লাহকে শারীরিক ভাবে লাঞ্চিত করেননি, নাম পরে ঘোষনা করায় তাকে গালিগালাজ করেছেন মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *