ইসলামপুরজনজীবন

ফিরোজা বাছেদ মাস্টার ফাউন্ডেশন এর উদ্যোগে সহায়তা

জামালপুর জেলা ইসলামপুর উপজেলার টংগের আলগা উত্তর পাড়া এক ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করেন এক অসহায় নারী শিল্পী বেগম। দারিদ্র্যের কারণে দুমুঠো আহার জোগাতে পারেন না। তাছাড়া ভাঙ্গা পায়ে কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন অসুস্থ শরীর নিয়ে। বিছানায় পড়ে দীর্ঘদিন যাবৎ। পরিচর্চার অভাবে দিন দিন আরো কষ্টকর হয়ে উঠছে তার জীবন। দেখাশোনার ও পরিচর্চা করার মত পাশে কেউ নেই। এই অসহায় অবস্থার চিত্র ফুটে উঠে একটি স্থানীয় সংবাদ মাধ্যমে। সংবাদটি প্রচার হওয়ার পর একটি জাতীয় পর্যায়ের টেলিভিশনে পচার হয়। ফলে এই সংবাদটি চোখে পড়ে ‘ফিরোজা বাছেদ মাস্টার’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লেখক সৈয়দ মোহাম্মদ রুবেল-এর।তারপর তিনি দ্রুত এগিয়ে আসেন ২৬ শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায়। ঢাকা থেকে ‘ফিরোজা বাছেদ মাস্টার’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লেখক সৈয়দ মোহাম্মদ রুবেল-এর সাথে আসেন তরুণ বিজ্ঞানী তৌহিদুল ইসলাম তাপস ও তাঁর টিম।

এই অসহায় পরিবারের জন্য চাউল, মসুরের ডাল,সাবান, চিনি, সেমাই, সয়াবিন তেল, মুড়ি, খেজুর, গুরা সাবান. স্যালাইন, সরিষার তেল, লবণ, কাঁচা বাজারসহ অসহায় শিল্পী বেগমের বাড়িতে হাজির হন। এসময় উক্ত ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুবেল বলেন অসহায় এই মানুষগুলোর কষ্ট কিছুটা লাঘব হবে এই মানবিক সহায়তা একদিনের জন্য নয় বরং ভবিষ্যতে তাদের পাশে থেকে সর্বদাই সহায়তা করবেন। আগামীতে এই অসহায় মানুষগুলোর প্রতি সুদৃষ্টি থাকবে বলে তিনি আশ্বাস দেন। উক্ত ফাউন্ডেশন ইতিপূর্বে অনেকগুলো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ রাজা ৯ নং ওয়ার্ড সভাপতি। মুস্তাফিজুর রহমান (মামুন) ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক। উক্ত ফাউন্ডেশনের এমন উদ্যোগকে উনারা সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *