জামালপুর পৌর মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি ঘোষণা
শনিবার দুপুরে পৌরসভার রশিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে জামালপুর পৌর মৎস্যজীবী দলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইকরামুল ইসলাম হুদার সম্মেলনে সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জেলা শাখার আহ্বায়ক আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে নতুন কমিটিতে ইকরামুল ইসলাম হুদাকে পুনরায় সভাপতি ও সাহেব আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুল ছাত্তার, সাংগঠনিক সম্পাদক মো. বকলুল ও ইয়াহিয়া খোকন- যুগ্মসাধারণ সম্পাদক ।
মন্তব্য করুন