মেলান্দহ

সাংবাদিক লাঞ্ছনায় অভিযুক্ত ভূমি কর্মকর্তা মেলান্দহ হতে বদলি হলেন দেওয়ানগঞ্জে

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে মেলান্দ‌হে দুই সাংবাদিককে লাঞ্ছিত করা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সানাউল ইসলামকে বদলির আদেশ জারি করেছে জামালপুর জেলা প্রশাসন কার্যালয়। জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায় স্বাক্ষরিত বদলি সংক্রান্ত এ আদেশ রোববার (৩০ জানুয়ারি) জারি করা হয়।

আদেশে বলা হয়, জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে চরবানি পাকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামকে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হলো। তাকে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে। অন্যথায় ২ ফেব্রুয়ারি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

গত ২৫ জানুয়ারি আজকের পত্রিকার মেলান্দহ উপজেলা প্রতিনিধি রকিব হাসান ও ভোরের কাগজের মেলান্দহ উপজেলা প্রতিনিধি সাকিব আল হাসান চরবাণী পাকুরিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে ঘুষ নেওয়া, দুর্নীতি ও ভূমিসেবা গ্রহীতাদের সঙ্গে অসদাচরণে অভিযুক্ত ছানাউল ইসলামের বক্তব্য জানতে গিয়ে তাঁরা শারীরিক লাঞ্ছনার শিকার হন বলে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *