জামালপুর

জামালপুরের বিভিন্ন জায়গায় ছাত্র বিক্ষোভ ও গায়েবানা জানাযা

জামালপুরের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার ও ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও গায়েবানা জানাযা আদায় করেছে শিক্ষার্থীরা।

দুপুরের দিকে জামালপুর জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, বেসরকারি সৃষ্টি স্কুল এবং বঙ্গবন্ধু স্কুলসহ একাধিক স্কুলের আন্দোলনকারীরা জামালপুর হাইস্কুল মাঠে সকাল সাড়ে ৯টার দিকে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে শহরের মির্জা আজম চত্বরে গিয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে। ১১টার পর শহরের শেখের ভিটা রেলক্রসিংয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন আটকে দেয়। এক ঘণ্টা পর ট্রেন ছেড়ে দিয়ে তারা শহরের পাঁচ রাস্তা দিয়ে মিছিল নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের দিকে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করে। এ সময় আন্দোলনকারী এক নারী আহত হয়। এর কিছুক্ষণ পর আন্দোলনকারীরা ছাত্রলীগ নেতাদের ধাওয়া করে। এ সময় ছাত্রলীগ নেতারা দৌড়ে কলেজের দোতলায় গিয়ে আশ্রয় নেয়। পরে কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগ নেতাদের ১০-১২টি বাইক ভাঙচুর করে।

এছাড়াও ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়িতে বিক্ষুদ্ধ ছাত্ররা মিছিল ও গায়েবানা জানাযা আদায় করেন।

ইসলামপুর
বকশীগঞ্জ

 

Feature Image: Ariyan Islam Talha

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *