কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা- দেওয়ানগঞ্জের ছাত্রলীগ নেতার পদত্যাগ
‘চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। যে ছাত্রলীগের নীতি আর আদর্শ দেখে ছাত্রলীগে যোগ দিয়ে ছিলাম, সেই ছাত্রলীগের সাথে বর্তমান ছাত্রলীগের আদর্শের মিল না থাকায় আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। চলাচল কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছি।’ এমন ঘোষণা দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক মো: ওমর ফারুক আকন্দ।
সোমবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে মো: ওমর ফারুক আকন্দ তার নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।
তিনি আরো লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (কোটা সংস্কার আন্দোলন) সাথে একাত্মতা পোষণ করছি। আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন।