Privacy Policy

জামালপুর বার্তা ডট কম এর গোপনীয়তা নীতিমালা-

ব্যক্তিগত তথ্য-
জামালপুরবার্তা ডট কম সাধারনত ব্যক্তিগত তথ্য জানতে চায় না । আপনাদের ইলেকট্রনিক যন্ত্র যেমন কম্পিউটারের ইন্টারনেট প্রটোকল,   মোবাইল ডিভাইস শনাক্তকারী, অপারেটিং সিস্টেম, আইপি লোকেশন  থেকে স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত অনামী তথ্যাবলী, সংগ্রহ করতে পারি এবং তা ওয়েবসাইট উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি । তবে এই তথ্য উন্মুক্ত অন্য কোন পক্ষের নিকট সাধারণত হস্তান্তর করা হয় না । তবে কোন জরিপ, মতামত কিংবা প্রয়োজনীয় ক্ষেত্রে কোন তথ্যের প্রয়োজন হলে আমরা আপনাকে এটাও জানাব যে আমরা কীভাবে এই তথ্য ব্যবহার করব ।

তথ্যের ব্যবহার-

সাধারনত আমরা যেসব কাজে তথ্য ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে-  দর্শনার্থী ও ট্রাফিক এর মোট সংখ্যার বিভিন্ন তথ্যের পর্যবেক্ষণ করা।  কোন কার্যাবলী ও সেবাসমূহ সর্বাধিক জনপ্রিয় তা অনুধাবন করা।  যে সকল পৃষ্ঠার মাধ্যমে দর্শনার্থীগণ আমাদের সাইটে প্রবেশ করে এবং যে সকল পৃষ্ঠা বেশী দৃষ্ট হয়, সেগুলো অনুধাবন করা। । আমাদের ব্যবহারকারীদের অবস্থান জানার জন্য । আমাদের সাইট দর্শনে ব্যবহৃত ব্রাউজারসমূহকে চিনে নেয়া যাতে সম্পৃক্ত ব্রাউজারের সাথে বিষয়বস্তু অভিযোজিত হয় এবং কারিগরী সমস্যা বোঝা ও তার সমাধান করা।

জামালপুর বার্তার ওয়েবসাইটে আক্রমণাত্মক, আপত্তিকর অথবা যথাযথ নয় এমন কোন আচরন পরিলক্ষিত হলে, বা অন্য কোনভাবে জামালপুর বার্তার ওয়েবসাইটের কার্যক্রমে বাধা সৃষ্টি করলে, তা বন্ধ করতে জামালপুর বার্তা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে। এবং আইনের আশ্রয় গ্রহন করতে পারে ।

বিজ্ঞাপন-

জামালপুর বার্তার সাইটে  বিজ্ঞাপনদাতা  কর্তৃক প্রদত্ত বিষয়বস্তু যা আমরা নিয়ন্ত্রণ করি না এবং তাদের  উপাত্ত সংগ্রহ অনুশীলন আমাদের চেয়ে ভিন্ন হতে পারে তা সহ অন্যান্য ওয়েবসাইট বা এপসের সংযোগ থাকতে পারে। আমাদের  সাইটে  কোন ভাবে যুক্ত অন্য কোন ওয়েবসাইট বা সেবা কর্তৃক নিযুক্ত যে কোন অনুশীলন বা এদের দ্বারা বাহিত কোন তথ্য বা বিষয়বস্তুর জন্য আমরা দায়বদ্ধ নই। সেক্ষেত্রে আপনি তখন আমাদের নয়, বরং তাদের “ব্যবহারের শর্তাবলী” ও “গোপনীয়তা নীতিমালা”র আওতাধীন হয়ে যাবেন । তবে ভিন্ন ওয়েবসাইট ব্যবহারকারীগণকে ই-মেইল অথবা ফরম পূরণে যেসব তথ্য বিনিময় করে থাকেন তাদেরকে গোপনীয় তথ্য যেমন-নিরাপত্তা, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নং যদি না প্রয়োজন হয় সেক্ষেত্রে তা  না প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।এক্ষেত্রে এ ধরনের তথ্যের অপব্যবহার বা ক্ষতিপূরণ দিতে জামালপুর বার্তা বাধ্য থাকবে না।

পরিবর্তন

কোন প্রকার নোটিশ  যেকোন সময় এই নীতিমালা সংশোধন করতে পারে। অথবা এই ওয়েবসাইটের ব্যবহারকারীগণকে নোটিশের মাধ্যমে জানাতে পারে। যেকোন তথ্যাদি যা বর্তমান নীতিমালার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছিল তা এসব শর্তাবলি মেনে চলবে। নীতিমালার পরিবর্তনের পর যদি কোন তথ্যাদি সংগ্রহ করা হয় তা অবশ্যই পরিবর্তিত নীতিমালার মাধ্যমে পালনীয় হবে।

যখন আমরা সরল বিশ্বাসে বিবেচনা করবো তখন নিম্নলিখিত প্রয়োজনীয়তার প্রেক্ষিতে আমরা আপনার তথ্যাবলীতে প্রবেশ, সংরক্ষণ ও ভাগাভাগি করতে পারি, যথাঃ  কোন আইনী অনুরোধে সাড়া প্রদান কিংবা কোন প্রতারণা ও বেআইনী কর্মকাণ্ড উদঘাটন, প্রতিরোধ ইত্যাদি

তথ্যের নিরাপত্তা-
আমরা তথ্যের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। কিন্তু এই মর্মে নিশ্চয়তা প্রদান করতে পারি না যে, তথ্য নিরাপত্তা পদক্ষেপসমূহ শতভাগ কার্যকর থাকবে।