তথ্যদেওয়ানগঞ্জ

দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে “প্রেসক্লাব দেওয়ানগঞ্জ” গঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রসারে “প্রেসক্লাব দেওয়ানগঞ্জ” গঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন, দায়িত্বশীল সাংবাদিকতার প্রচার এবং তথ্য প্রবাহের স্বাধীনতা নিশ্চিত করতে “প্রেসক্লাব দেওয়ানগঞ্জ” হয়েছে বলে প্রেসক্লাব দেওয়ানগঞ্জের এক বিবৃতিতে জানানো হয়েছে।

দায়িত্বশীল ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড রক্ষায় অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে “প্রেসক্লাব দেওয়ানগঞ্জ” অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে সাংবাদিকদের অধিকার রক্ষায়ও সক্রিয় ভূমিকা পালন করবে বলে বিবৃতিতে জানানো হয়।  

প্রাথমিকভাবে “প্রেসক্লাব দেওয়ানগঞ্জ”-এর জন্য ৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সাংবাদিক ও লেখক নয়ন আসাদ।

গঠিত আহ্বায়ক কমিটি:

আহ্বায়ক: জাকিউল ইসলাম (জামালপুর ভয়েস)

সদস্য সচিব: আশিক আহমেদ টগর (জনজীবন)

যুগ্ম আহ্বায়ক: মুস্তফা আজাদ (শোভালয় জার্নাল)

সদস্য:

এসএমডি সোহেল রানা (দৈনিক নয়া শতাব্দী)

আজিজুর রহমান (জামালপুর নিউজ)

আল আমিন (জামালপুর বার্তা)

সোলায়মান হোসেন (এমএম নিউজ)

আহ্বায়ক কমিটি দ্রুতই  প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানিয়েছে সংগঠনটি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *