পেঁয়াজের দাম আর না কমুক ।পাঠক অভিমত
দুশো টাকা হয়েছে পেঁয়াজের দাম। এই মূল্য পুরোটাই লুটে নিচ্ছে ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট। কিছুদিন পরেই বাজারে আসবে দেশী পেঁয়াজ। তর তর করে দাম কমতে থাকবে তখন। কৃষক দেখবে না লাভের সামান্য অংশও! উল্টো দেখা যাবে উঠে আসেনি তার উৎপাদন খরচও!
তার চেয়ে না কমুক পেঁয়াজের দাম। বাড়তি মূল্যটা কৃষক পাক। আমরা ব্যবসায়ীদের থেকে দুশো টাকা করে পেঁয়াজ কিনতে পারলে কৃষকদের কাছ থেকেও নিশ্চয়েই কিনতে পারব। আর কৃষক ভালো থাকলে, আমরাও ভালো থাকব। -নাম প্রকাশে অনিচ্ছুক পাঠক।
Please follow and like us: