কেন্দুয়ায় সড়কের পাশের ঝোপে মর্টার শেল
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় রাস্তার ধারের ঝোপে একটি মর্টারশেলের দেখতে পাওয়া গেছে। জায়গায়টি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একজন স্থানীয় শ্রমিক প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মর্টার শেলটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি এসে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস জানান, পরিত্যক্ত জায়গায় মর্টারশেলটি পাওয়া গেছে। এটি একটি প্রসেসিংয়ের মাধ্যমে ডিসপোজাল করা হবে। ইতোমধ্যে ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করা হয়েছে।
তবে ধাতব বস্তুটি আদৌ সক্রিয় মর্টারশেল বোমা কিনা, এটা কত দিনের পুরোনো, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। (০৯ জানুয়ারি) সকালে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হবে বলে জানা গেছে।